বাংলাদেশের নাইট ওয়াচম্যান
নীচে যে ৪ জন ডাক্তার ভদ্রলোকের ছবি দেখতে পারছেন,এরা গত কিছুদিনে দেশ মায়ের জন্য দুই দফায় মোট ৫৫ লক্ষ করোনা ভ্যাক্সিন (মডার্না +ফাইজার) পাঠিয়েছেন।পাঠানোর তালিকায় আরও আছে ৩৭৬ টি পোর্টেবল ভেন্টিলেটর।আমরা যখন করোনাকে হরিলুটের একটা মোক্ষম সময় হিসেবে ধরে নিয়েছি,ঠিক তখনই একদল বোকা প্রবাসী দেশের জন্য ভালোবাসা ছড়াচ্ছে!
যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুর শামস বাপ্পী ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আরিফুর রহমানের প্রচেষ্টায় এই ভেন্টিলেটর আর ভ্যাক্সিন এসেছে। তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
দেশপ্রেমের সকল ইন্ডিকেটরে এরা শতভাগ পাশ!ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রদের এই অনন্য প্রয়াসকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।
Comments
Post a Comment